বর্তমান সময়ে দাঁড়িয়ে আজকের দিকে আধার কার্ড এমন একটি নথিপত্র হয়ে দাঁড়িয়েছে জেটি ছাড়া কোন কাজেই সম্পূর্ণ করা সম্ভব নয়। আর যেটি ভারতের একটি গুরুত্বপূর্ণ আইডি প্রমাণ পত্র বলেই পরিচিত। তবে সরকারিই হোক বা প্রাইভেট যে কোনো চাকরিতে আবেদন করার জন্য এবং এছাড়াও আরো অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে এই আইডি কার্ড প্রয়োজন হয়ে থাকে। বর্তমানে ভারতের প্রায় সমস্ত নাগরিকের কাছেই এই আধার কার্ড রয়েছে।
তবে অনেকের আধার কার্ডই রয়েছে যেটা ছোটবেলায় বানানো আবার অনেকের আধার কার্ডের মধ্যে ছবি পরিষ্কার না থাকার কারণেই অনেক কাজে বাধা সৃষ্টি হয় সে কাজটি বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে। আর ঠিক তারপর থেকেই আপনি ভাবেন যে কিভাবে এই ছবি আমি পরিবর্তন করতে পারি, তো চলুন আজ আমরা এই প্রতিবেদনের মধ্য দিয়ে জেনে নিই কিভাবে এই আধার কার্ডের ছবি পরিবর্তন করা যায়।
2023 সালের মার্চ মাসের মধ্যেই সকলকে প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করাতে হবে, নাহলে নিষ্ক্রিয় করা হবে কার্ড│PAN-Aadhar Card Link
★আধার কার্ডের ছবি পরিবর্তন কিভাবে করা যায়ঃ
সাধারণত সকলেই প্রায় অনলাইনের যে কোনো কাজ বলতেই সবার প্রথমে অনলাইন ক্যাফের কথা ভাবেন সেক্ষেত্রে আপনি যদি সরাসরি আধার সেবা কেন্দ্রে গিয়ে আধার কার্ডের ছবি পরিবর্তন করতে চান তাহলে আপনাকে বিশাল এক লাইনে দাঁড়াতে হতে পারে বা ওই কাজের জন্য অনেকটা সময়ও লেগে যেতে পারে।
তবে কিছু কিছু ক্ষেত্রে তো দেখা য়ায় এই কাজ করতে গিয়ে দু তিন সময় লেগে যাচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্চে না, এ ক্ষেত্রে আপনাকে দিনের পর দিন আধার সেবা কেন্দ্রের চক্কর কাটতে হবে। তাই এবার আপনি এসব চক্করে না পড়ে কিভাবে খুব সহজে এবং ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আধার কার্ডের ফটো পরিবর্তন করতে পারবেন সে নিয়ে নিচে বিস্তারিত ভাবে উল্লেখ করা হলো।
★ঘরে বসে অনলাইনের মাধ্যমে যেভাবে আপনি আধার কার্ডের ছবি পরিবর্তন করবেনঃ
অনলাইনের মাধ্যমে আধার কার্ডের ফটো পরিবর্তন করার জন্য uidai.gov.in ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে যাবার পর নিজের মোবাইল নম্বরের সাহায্যে লগইন করতে হবে। অনলাইনের মাধ্যমে আধার কার্ডের ছবি পরিবর্তন সম্পূর্ণ কাজ হয় না। এর জন্য আপনাকে আধার সেবা কেন্দ্রেই যেতে হবে।
কিন্তু অনলাইনের মাধ্যমে কিছু টা প্রসেস করতে পারবেন এবং আপনি আপনার সময় মতো আধার সেবা কেন্দ্রে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। যার ফলে আপনাকে আর লাইনে দাড়াতে হবে না। খুব কম সময়ের মধ্যেই নিজের আধার কার্ডের ছবি পরিবর্তন করতে পারবেন। অনলাইন আধার কার্ডের ছবি পরিবর্তনের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পদক্ষেপগুলো নিচে দেওয়া রয়েছে।
ঘরে বসে নিজের মোবাইল থেকেই AAY রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করুন। কি ভাবে করবেন দেখে নিন। Ration card update 2023
★ছবি পরিবর্তন করার পদ্ধতিঃ
১) প্রথমে https://ask1.uidai.gov.in/ ওয়েবসাইটে যান (লিঙ্ক নিচে দেওয়া রয়েছে)। আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর দিন।
২) ক্যাপচার কোডটি পূরণ করে Generate OTP তে ক্লিক করুন।
৩) এর পর ম্যাসেজের মাধ্যমে প্রাপ্ত OTP দিয়ে এগিয়ে যান।
৪) আধার নম্বর, ঠিকানা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে Appointment Details পূরণ করে Next তে ক্লিক করুন।
৫) এরপর আপনি যদি ছবি পরিবর্তন করতে চান তাহলে Biometric বেছে নিন।
৬) এর জন্য আপনার ১০০ টাকা অ্যাপ্লিকেশন চার্জ প্রয়োজন।
৭) এরপর Next তে ক্লিক করে নিজের পছন্দ মত তারিখ ও সময় বেছে নিয়ে Next তে ক্লিক করুন।
৮) আপনার সামনে সমস্ত তথ্য আসবে, সেগুলি ঠিক আছে কি না যাচাই করে Next তে ক্লিক করুন।
৯) এরপর অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফী জমা করুন।
১০) এরপর আপনার সামনে একটি রিসিপ্ট আসবে সেটিকে প্রিন্ট করে বা মোবাইলে ডাউনলোড করে রাখতে হবে।
১১) নিজের নির্বাচন করা তারিখে ওই রিসিপ্ট নিয়ে আধার সেবা কেন্দ্রে যেতে হবে।
১২) অনলাইনে অ্যাপ্লিকেশন ফী দেওয়ার কারণে আপনাকে আর আধার সেবা কেন্দ্রে টাকা দিতে হবে না।
written by- Dulal Roy
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।