বর্তমানে সময়ে আজকের দিনে দাড়িয়ে বেকারত্বের সংখ্যা দিনকে দিন বেরেই চলেছে। যার জন্য শিক্ষিত সমাজের শিক্ষার্থীরা চাকরি বা কোন রকম কোনো কাজ না পেয়ে মানসিক দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়ছে অনেকটাই। কেননা বর্তমানে সরকারি হোক বা বেসরকারি কোন সংস্থায় কাজ পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার হয়েই দাঁড়িয়েছে।
ডিগ্রি থাকলেও আজকালকার বাজারে কাজ নেই কোথাও যদিও বা কোথাও কাজ মেলে সেখানে থাকতে হয় দোকান মালিকের অর্ডার মতোই সেই কাজের প্রতিষ্ঠানে নিজের ইচ্ছের স্বাধীনতা বলে কিছুই থাকেনা মালিকপক্ষের কথা মতই সমস্ত কাজ করে যেতে হয়। আর তাই সকলেই চায় নিজে কিছু করার। এবং নিজ ব্যবসার মালিক নিজেই হওয়ার।
যেখানে থাকবে না কোন অর্ডারের সমস্যা বা কারো কথামতো চলার। তাই আজ আমরা এই প্রতিবেদনের মধ্য দিয়ে জানাতে চলেছি যে কিভাবে নিজের জমানো অল্প পুঁজি থেকেই এই ব্যবসা শুরু করে এখন আপনিও মোটা অংকের টাকা ইনকাম করতে পারবেন । তো চলুন এবার জেনে নেওয়া যাক কি সেই আইডিয়া ।
প্যান কার্ড আপডেট করার এটাই শেষ সুযোগ ! এই নির্দেশ না মানলে আপনার প্যান কার্ড হবে বাতিল। Pan Card Update 2023
★চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনারা বাড়িতে বসে নিজের অল্প পুঁজি দিয়ে উপার্জনের রাস্তা তৈরি করে নিতে পারবেনঃ
বর্তমানে অধিকাংশ ভারতীয় নাগরিকরা ওয়ার্ক ফ্রম হোমেই উদ্যোগী হয়েছেন। এমনকী ব্যবসার বিভিন্ন কাজও ডিজিটাল টেকনোলজির মাধ্যমেই বাড়িতে থেকেই সম্পন্ন করতে প্রস্তুত ভারতের যুবক-যুবতীরা। তবে আজ আমরা এমন এক ব্যবসার আইডিয়ার কথা জানাতে চলেছি , যার মাধ্যমে সাধারণ জনগণ নিজেদের বাড়িতে বসেই ভালো পরিমাণের টাকা উপার্জন করে নিতে পারবেন।
আর সেটি হলো আদার সেবা কেন্দ্রের ওনারশিপ নিয়ে আপনি মাসের মোটা অঙ্কের টাকা উপার্জন করে নিতে পারবেন। তবে এরজন্য আপনাকে প্রথমেই জানতে হবে কিভাবে আধার সেবা কেন্দ্রের ওনারসিপের জন্য আবেদন করতে হবে।
তবে এই আধার সেবা কেন্দ্রের ওনারশিপের জন্য আপনাকে কোনো অফিসে গিয়ে লম্বা লাইনে দাঁড়াতে হবে না।
আপনি বাড়িতে বসেই নিজস্ব আধার সেবা কেন্দ্র খোলার জন্য আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমেই। তবে এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে এই আঁধার সেবা কেন্দ্র খোলার জন্য প্রয়োজনে,আপনাকে অনলাইনের মাধ্যমে পরীক্ষা দিতে হতে পারে।
মোবাইল নম্বর এবং আধার কার্ডের নাম দিয়েই ডাউনলোড করুন ভ্যাকসিন সার্টিফিকেট l কিভাবে জানুন সহজ পদ্ধতি l vaccine certificate download
★আধার সেবা কেন্দ্রের জন্য আবেদন করতে যে সমস্ত স্টেপগুলো ফলো করতে হবেঃ
আধার সেবা কেন্দ্রের জন্য আবেদন করার ক্ষেত্রে প্রথমেই আপনাকে UIDAI -এর ওয়েবসাইট https://uidai.nseitexams.com/UIDAI/LoginAction_input.action -এ যেতে হবে। এরপর আপনাকে creat new user অপশনে ক্লিক করতে হবে। উপরোক্ত অপশনে ক্লিক করলে আপনার সামনে একটি নতুন পেজ আসবে যেখানে আপনাকে upload XML File অপশনের অধীনে আধার কার্ডের এক্সএমএল ফাইল এবং share code অপশনের অধীনে কোডটি সঠিকভাবে লিখতে হবে।
এরপর আপনাকে পুনরায আগের ওই ওয়েবসাইটিতে যেতে হবে এবং XML file টি সঠিকভাবে আপলোড করার পাশাপাশি share code টি লিখতে হবে। পরবর্তীতে আপনাকে আপনার আধার কার্ডের সাথে রেজিস্টার্ড মোবাইল নম্বরটি সঠিকভাবে লিখতে হবে এবং Validate অপশনে ক্লিক করতে হবে। ভ্যালিডেশনের প্রক্রিয়াটি সম্পন্ন হলেই Send OTP অপশনে ক্লিক করতে হবে। এরপর পুনরায় আপনার মোবাইল নম্বর একটি OTP আসবে। ওই OTP টি সঠিকভাবে লিখে Verify OTP অপশনটিতে ক্লিক করতে হবে।
এরপর আপনার আধার কার্ডের সাথে যে ইমেইল আইডিটি লিংক রয়েছে সেটি সঠিকভাবে লিখতে হবে এবং SHOW XML CONTENT অপশনে ক্লিক করতে হবে। তারপর এই অপশনে ক্লিক করলেই আপনার সামনে আপনার নাম ছবি এবং অন্যান্য তথ্য সমন্বিত একটি পেজ আসবে সেখানে সমস্ত তথ্য ঠিক থাকলে আপনাকে Confirm অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠানো হবে, যার মাধ্যমে আপনাকে লগইন করতে হবে।
দুয়ারে রেশন প্রকল্পে আসতে চলেছে এক বিরাট পরিবর্তন, এই নিয়ম অমান্য করলে আর পাবেন না রেশন সামগ্রী │Duare Ration new rules 2023
লগইনের প্রক্রিয়াটি সম্পন্ন হলেই আপনাকে আপনার পুরোনো পাসওয়ার্ডটি পরিবর্তন করতে হবে। পাসওয়ার্ডটি পরিবর্তন করা হলে আপনার সামনে একটি নতুন পেজ আসবে, যার একেবারে শেষের দিকে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলিতে ক্লিক করে Continue অপশনে ক্লিক করতে হবে। তারপর ধাপে ধাপে পদ্ধতি মেনে সরকারি ওয়েব সাইটে দেওয়া তথ্য অনুযায়ী আপনাকে বিভিন্ন অপশন বেছে নিতে হবে ।
তবে এক্ষেত্রে আপনি কোন ভাষায় এবং কোন জায়গার জন্য পরীক্ষা দিতে চান তা আপনাকেই সেলেক্ট (Select) করতে হবে । সব শেষে আবেদন পত্রটির সঠিক পদ্ধতি নির্বাচন করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে । মোটের ওপর এই পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি আপনার পছন্দ মতো স্থানে আঁধার তথ্য মিত্র কেন্দ্র খুলে নিতে পারবেন ।
written by- Dulal Roy
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।