ভারতের প্রত্যেকটি নাগরিকদের কাছেই আঁধারকার্ড ও ভোটার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় নথি, যেই নথি না থাকলে বর্তমান সময়ে দাড়িয়ে, আজকের দিনে কোনো রকম কাজ কর্ম করাই সম্ভব নয় । তাই ইতিমধ্যেই ভারতীয় নির্বাচন কমিশন জানিয়েছেন যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক (Aadhaar and Voter ID Card Link) করতে হবে,তাই ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন।
ভোটার তালিকার যাচাইকরণ করাই হলো এর মূল লক্ষ্য। নির্বাচনী আইন (সংশোধনি) বিল ২০২১ অনুযায়ী এই নীতি অবলম্বন করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে যে, আধার কার্ডের সঙ্গে ভোটার আইডি লিঙ্ক করা থাকলে কোনও ব্যক্তি একাধিক নির্বাচনী এলাকায় বা একই নির্বাচনী এলাকায় একাধিকবার নাম রেজিস্ট্রেশন করলে, তা শনাক্তকরণে সহায়তা করবে। তবে এই লিঙ্ক করাটা ঐচ্ছিক। এখনও বাধ্যতামূলক নয়।
বাড়লো দুয়ারে সরকারের মেয়াদ , চলবে গোটা ডিসেম্বর মাস জুড়েই।
Aadhaar and Voter ID Card Link করার সহজ পদ্ধতি ।
আর এই লিংক এখন আপনি ঘরে বসে নিজেই করে নিতে পারেন, এবার দেখে নেওয়া যাক অনলাইনে কীভাবে আপনি আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড যুক্ত করবেন। প্রসঙ্গত উল্লেখ্য, এই ব্যাপারে নির্বাচন কমিশন সহজ কিছু টিপস প্রকাশ করেছে। ধাপে ধাপে সেগুলো অনুসরণ করলেই আপনি আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড যুক্ত করতে পারবেন। এবার দেখে নেওয়া যাক সেই সহজ নিয়ম গুলি –
১) গুগল প্লে স্টোর বা অ্যাপেল অ্যাপ স্টোর থেকে Voter Helpline App ডাউনলোড করতে হবে প্রথমে।
২) এবার এই অ্যাপ খুলে ‘I Agree’ অপশনে ক্লিক করে তারপর ‘Next’ অপশনে ট্যাপ করতে হবে।
৩) এরপর যেসব অপশন আসবে তার মধ্যে থেকে প্রথম অপশন ‘Voter Registration’– এ ট্যাপ করতে হবে।
৪) পরবর্তী ধাপে Electoral Authentication Form (Form 6B)- এই অপশনে ক্লিক করে তা খুলতে বা ওপেন করতে হবে।
৫) এবার ‘Lets Start’ অপশনে ক্লিক করুন।
৬) আধার কার্ডে যে মোবাইল নম্বর যুক্ত রয়েছে সেটি টাইপ করতে হবে এবং তারপর ট্যাপ করতে হবে ‘সেন্ড ওটিপি’ অপশনে।
৭) এবার OTP এলে তা লিখতে হবে বা টাইপ করতে হবে এবং ‘Verify’ অপশনে ক্লিক করতে হবে।
৮) এই পর্যায়ে প্রথমে Yes I Have Voter ID অপশনে ক্লিক করে তারপর ‘নেক্সট’ অপশনে ক্লিক করতে হবে।
৯) এবার নিজের ভোটার আইডি নম্বর (EPIC) লিখতে হবে এবং নিজের রাজ্য সিলেক্ট করতে হবে। তারপর ‘Fetch details’ অপশনে ক্লিক করতে হবে।
১০) এবার ক্লিক করুন ‘Proceed’ অপশনে।
১১) এই পর্যায়ে নিজের আধার নম্বর, রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং place of authentication টাইপ করে তার ক্লিক করুন ‘done’ অপশনে।
১২) এবার Form 6B প্রিভিউ পেজ ওপেন। সমস্ত বিবরণ ভাল করে আবার দেখে নিন। তারপর এই ফর্ম জমা দেওয়ার জন্য ফাইনাল ভাবে ‘কনফার্ম’ অপশনে ক্লিক করতে হবে।