Reliance Jio ভারতে ইতিমধ্যেই লঞ্চ করে দিয়েছে তাদের ফাইভ-জি (5G) নেটওয়ার্ক পরিষেবা। আর যার জন্য বর্তমানে প্রায় অনেক জায়গাতেই এই ফাইভ-জি পরিষেবা চালু হয়ে গিয়েছে। এই খবরটি Reliance Jio এর প্রাক্তন চেয়ারম্যান মুকেশ আম্বানি ঘোষণা করেছেন। আর জানিয়েছেন যে এই ফোনটি ভারতের মধ্যে সবচেয়ে লো বাজেটের 5G ফোনই হবে JioPhone 5G। তবে অন্যান্য 5G ফোনের থেকে অনেক সস্তাতেই লঞ্চ হবে এই JioPhone 5G। যা সম্প্রতি অনলাইনে এই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছে। তবে বর্তমানে
এই Reliance Jio-এর 5G ফোন ভারতীয় সার্টিফিকেশন সাইট Bureau of Indian Standards এ (BIS) তালিকাভুক্ত হয়েছে।
তবে নানা সূত্র অনুযায়ী ইতিমধ্যেই জানা গিয়েছে
যে সস্তার এই 5G ফোনে স্পেসিফিকেশন থাকছে Snapdragon 480+ প্রসেসর এর চিপসেট ব্যবহার হতে পারে। এই ফোনে Android 12 অপারেটিং সিস্টেম চলবে বলে জানা গিয়েছে। সম্প্রতি জনপ্রিয় একটি বেঞ্চমার্কিং ওয়েবসাইটে এই ফোনের ফিচার প্রকাশ্যে এনেছে।
5G Jio Phone ফোনের দাম সম্পর্কে জেনে নেওয়া যাকঃ
ভারতের মধ্যে সবচেয়ে লো বাজেটের 5G ফোনএর মধ্যে এই ফোনটিই হবে অন্যতম
5G Jio Phone । ইতিমধ্যেই কাউন্টার পয়েন্টের রিপোর্ট অনুযায়ী বলা হয়েছিল যে Jio 5G স্মার্টফোনটি মাএ ৮ হাজার টাকার প্রাথমিক দামে ভারতে লঞ্চ হতে পারে। তবে এই রিপোর্টে আরো বলা হয়েছে যে জিও কোম্পানি এই ফোনটি কে পরবর্তীতে ৮,০০০ টাকা থেকে ১২,০০০ টাকা পর্যন্ত বাজেটে পেশ করতে পারে। এটি বিভিন্ন মেমরি ভেরিয়েন্টে দেওয়া যেতে পারে এবং ফোনের বেস ভেরিয়েন্টের দাম হতে পারে ৮,০০০ টাকা ও সবচেয়ে বড় ভেরিয়েন্টটি ভারতে ১২ হাজারের মধ্যে লঞ্চ করা যেতে পারে।
বর্তমান প্রযুক্তিতে এখন সিম কার্ড ছাড়াই চলবে মোবাইল ফোন l কিন্তু কিভাবে জানুন পদ্ধতি
Jio Phone 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাকঃ
বর্তমানে এই স্মার্টফোনটি Geekbench-এও তালিকাভুক্ত করা হয়েছিল যেখানে JioPhone 5G ফোনটি Android 12 OS এ লঞ্চ হবে বলে জানা গেছে। এই ফোনটিতে 4GB র্যাম মেমরি রয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি 2.21GHz পর্যন্ত একটি অক্টা-কোর প্রসেসর এবং একটি Qualcomm Snapdragon 480+ চিপসেট রয়েছে। এছাড়াও Jio Phone 5G এ Pragati OS দেওয়া যেতে পারে, এবং এই থাকতে পারে 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ফোনের পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা সেট আপ। সেখানে থাকবে একটি 13 MP প্রাইমারি ক্যামেরা। এছাড়াও 2 MP ম্যাক্রো ক্যামেরা দিতে পারে Jio। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে থাকবে 8 MP এবং এই ফোনে আরে থাকতে পারে একটি 5,000 mAh ব্যাটারি। সঙ্গে থাকতে পারে 18 W ফাস্ট চার্জিং সাপোর্ট। JioPhone 5G – তে My Jio, JioCinema সহ কোম্পানির তৈরি সব অ্যাপ প্রি-ইনস্টল থাকতে পারে।
তবে যদিও JioPhone 5G লঞ্চের দিনক্ষণ নিয়ে এখনও মুখ খোলেনি মুম্বইয়ের মুকেশ আম্বানির সংস্থাটি।তবে সকলেই মনে করছেন ২০২৩ সালের প্রথমার্ধে এই ফোন বাজারে এসে যাবে বলেই খবর রয়েছে তবে আপাতত গোটা দেশে 5G পরিকাঠামো প্রসারে যোগ দিচ্ছে টেলিকম সংস্থাটি।
এরকম আরো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ফলো করুন ।